Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিসিকের অর্জনসমূহ
  • দেশের বিভিন্ন স্থানে ২০০০০ একর জমিতে ৭৬ টি শিল্প নগরী স্থাপন।
  • শিল্প নগরী সমুহে ১০ হাজার ১৩৯ টি শিল্পপ্লট বরাদ্দকরণ। 
  • বিসিক শিল্পনগরীসমূহে ৮ লক্ষ ২৪ হাজার জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি, তাছাড়া শিল্প নগরী সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে প্রায় ২০ লক্ষাধিক লোকের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি।
  • দেশব্যাপি বিসিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ ৭৫ হাজার ২৬২ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি
  • দেশে অনুকরণযোগ্য শিল্প উদ্যোক্তা সৃষ্টি (স্কয়ার, প্রাণ-আরএফএল, বিআরবি ক্যাবলস, হ্যামকো ব্যাটারি, বেক্মিমকো ফার্মা, ওয়েল ফ্যাশন, ইকোনো বলপেন, রেডিয়েন্ট ফার্মা, উত্তরা মোটরস, ন্যাশনাল ফ্যান ইত্যাদি।
  • ঢাকার সাভারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ট্যানারি শিল্প পার্ক স্থাপন
  • মনোটাইপ শিল্পনগরী স্থাপন (চামড়া, জামদানি, এপিআই, হোসিয়ারি, ইলেকট্রনিক্স ইত্যাদি।
  • ক্ষুদ্র ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সাব-কন্ট্রাক্টিং স্থাপন (ক্ষুদ্র শিল্প ১২৮৮, বৃহৎ শিল্প ৩১ টি)
  • উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে মেলা আয়োজন (দেশে প্রায় ২৮০০ টি এবং বিদেশে প্রায় ৫০ টি)
  • খাদ্য লবণ উৎপাদনে স্বয়ংসম্পন্নতা অর্জন
  • বিসিক নিজস্ব তহবিলের মাধ্যমে ঋণ কার্যক্রম
  • বিসিক নকশা কেন্দ্র কর্তৃক ৩৪৫০০ টি নকশা উদ্ভাবন ও ৭২০০০ উদ্যোক্তার মধ্যে নকশা বিতরণ।
  •  দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌচাষ উন্নয়ন। ধামরাইতে মধু প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন ।
  • দশ লক্ষাধিক লোককে উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।
  • দেশের মোট রপ্তানি আয়ের ১২.৫% বিসিক শিল্প নগরী হতে হয়ে থাকে ।