Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালীন সময়ে বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।

বিসিক শিল্প নগরী মানিকগঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৭ খ্রিঃ সনের মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার অন্তর্গত ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখন্ড মৌজাস্থিত  ১০.৪০ একর ভুমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমি অনুর্বর কৃষি জমি ছিল। অধিগ্রহণের পর প্রয়োজনীয় মাটি ভরাট করে বিভিন্ন আয়তনের ৬৯ ( ঊনসত্তুর) টি শিল্প প্লটে বিভাজন করে ১০ (দশ) বৎসরের কিস্তি মূল্যে আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে প্লট বরাদ্দ প্রদান করা হয়। বর্তমানে শিল্প নগরীতে ২৪ টি শিল্প ইউনিট আছে। তন্মধ্যে ১৪ টি শিল্প ইউনিট চালু আছে, ১০ টি  শিল্প ইউনিট বন্ধ আছে, ৫ টি শিল্প ইউনিট চালুর প্রক্রিয়াধীন আছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪৫০ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।